হেয়ালী
- Bahar Habib - মাটি ও মৃত্তিকা ০৫-০৫-২০২৪

যতটা ভাসি তার চেয়ে বেশি 'যদি' রাখি,
স্বাধীন নদী দূর--- বহুদূর--- বয়ে যায়--
ক্ষয়ে যায় এই জীবন, রয়ে গেলে টান
অভিমান চাপা পড়ে সয়ে যাওয়া বোকা বুকে,
সুখে আর শোকে এই আমি ভোগে-দুর্ভোগে!
উপভোগে ভীষণ খেয়ালী নদীর মত নিয়তি।


বাহার হাবিব

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।